চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পদ্মাসেতুর উদ্বোধনী উৎসবে ২০ লাখ মানুষ হবে: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এবং দেশের বাইরে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে পদ্মা সেতু নির্মাণ করেছেন।

বৃহস্পতিবার ১৬ জুন বিকেলে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, আগামী ২৫ জুন বাংলার ১৭ কোটি মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষার সেই পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় ১৫ থেকে ২০ লাখ মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বিশাল এই জনসভায় উপস্থিত মানুষের জন্য ৫০০ শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানির জন্য পাম্প বসানো হচ্ছে। প্রত্যেকটি পাম্পের সঙ্গে ৫০টি করে পানির লাইন সংযোগ করা থাকবে।

প্রধানমন্ত্রীর সভাস্থলের দায়িত্বে থাকা জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, নদীপথে আসা মানুষের জন্য আমরা জনসভাস্থলের পাশে লঞ্চের জন্য ১৫টি পন্টুন করেছি। লঞ্চঘাট থেকে মাত্র ১০০ গজ দূরে হচ্ছে জনসভা। তাই নদী পথে আসা মানুষের তেমন কষ্ট করতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শেখ মো. মোহসিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান শিকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।