চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমাদের অর্থনীতি এখনও নিরাপদ আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দেশের ঝড়, বন্যা বা যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনী সবসময় জনগনের পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন: অর্থনৈতিক মন্দা থেকে আমরা যেন উত্তরণ ঘটাতে পারি সে বিষয়ে আমরা যথেষ্ট সজাগ। আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে। নিরাপদ আছে।

যশোরে বিমান বাহিনী একাডেমীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস যে কোন যুদ্ধে জয়ী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

Bkash July

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা।

১৯৭২ সালের ২৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই স্টেডিয়ামে সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তার প্রায় ৫০ বছর পর শেখ হাসিনা সেখানে ভাষণ দেবেন। এ কারণে এ সমাবেশকে ঐতিহাসিক বলছেন আওয়ামী লীগের নেতারা।

Reneta June

দুই বছরের বেশি সময় পর রাজধানীর বাইরে তার এই সফর উপলক্ষে যশোরে উৎসবের আমেজ সেজেছে বর্ণাঢ্য সাজে। পাঁচ বছর পর যশোর সফর করছেন প্রধানমন্ত্রী।

Labaid
BSH
Bellow Post-Green View