বিশ্ব সিনেমার সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রদান আসর বলা হয় অস্কারকে। প্রত্যেকবারে মতো চোখ ধাঁধানো আয়োজন ছিলো এবছরও। তারকাময় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন তুখোড় সব তারকারা।
বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় এ আয়োজন। লাল গালিচায় হেঁটে তারকারা প্রবেশ করেন হলিউডের ডলবি থিয়েটারে। করোনার পর গেল বছরই প্রথম সশরীরে বড় আয়োজনে অস্কারের আসরে উপস্থিত হয়েছিলেন অতিথিরা। মানতে হয়েছিলো কোভিড স্বাস্থ্যবিধি। তবে এবার কোনো বিধিনিষেধের পাল্লায় পড়তে হয়নি অতিথিদের।
মোট ২৪টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে এই পুরস্কার। একনজরে দেখে নেওয়া যাক, বিশ্ব সিনেমার সবচেয়ে বড় এই আসরে কারা হাসলেন শেষ হাসি:
সেরা ছবি: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা নির্মাতা: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা চিত্রগ্রাহক: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জেমস ফ্রেন্ড)
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং
সেরা পার্শ্ব-অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা প্রামাণ্যচিত্র: নাভালনি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য এলিফেন্ট হুইসপারার্স
সেরা অ্যানিমেটেড ছবি: গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যান আইরিশ গুডবাই
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (পল রজার্স)
সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)
সেরা মৌলিক সুর: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
সেরা শব্দ: টপ গান: ম্যাভেরিক
সেরা পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার
সেরা রূপ ও চুলসজ্জা: দ্য হোয়েল








