বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে তিনি বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশের’ অর্ধেক কাজ শুরু হয়েছে, ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। কিছু মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কোন কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়।







