চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের পাচজুম্মা নামক এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিক্সার ১ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছে।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম রফিকুল ইসলাম।

ওসি মাসুদুর রহমান জানান, ঘটনার কথা আমরা শুনেছি কিন্তু কেউ অভিযোগ না করায় পুলিশি ব্যবস্থা নেয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া থেকে যাত্রীবাহী একটি ভ্যান গাইবান্ধার দিকে আসছিলো। পথে পাচজুম্মা নামক এলাকায় অটো রিক্সাার সাথে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে অটো রিক্সাটি উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয় । আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে রফিকুল ইসলাম মারা যায়।

যাত্রীদের মধ্যে আহত ৩ যাত্রী গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

Labaid
BSH
Bellow Post-Green View