জাপানের দক্ষিণাঞ্চলীয় ওইতা শহরের একটি মৎস্য বন্দরের কাছে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টি বাগি পুড়ে গেছে এবং এক ব্যক্তি নিহত হয়েছে। তীব্র ও শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
১৯ নভেম্বর বুধবার , প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডেপেন্ডেন্ট টিভি জানায় ।
এটি জাপানের গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় শহুরে অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সরকার বাহিনীর একটি হেলিকপ্টার মোতায়েন করেছে এবং স্থানীয় ও কেন্দ্রীয় সরকার দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের কারণে ১৭৫ জন বাসিন্দা ১১৫টি বাড়ি থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এই এলাকার ৩০০টি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং আগুনের কারণ এখনও তদন্তানাধীন।
প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেছেন, সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।







