লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালে হতে চলা অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেট ইভেন্টকে যুক্ত করেছে অলিম্পিক কমেটি। আসরে নারী ও পুরুষ দুই ইভেন্টেই অংশগ্রহণ করবে ক্রিকেট দল। তবে আফগানিস্তানে নারী ক্রিকেট দল না থাকায় অলিম্পিকে দেশটির অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে মেয়েদের জন্য খেলাধুলা নিষিদ্ধ। এরপর থেকেই বন্ধ আছে আফগান মেয়েদের ম্যাচ। তাতে অবশ্য আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করেনি আইসিসি। কারণটা সরাসরি কোনো সরকারি হস্তক্ষেপ পায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
তবে প্রশ্ন ওঠে, ২০২৮ সালে অলিম্পিক ক্রিকেটে আফগানিস্তান খেলবে? এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হাতে। আইসিসির হাতে নেই।’
২০২৫ সালের মধ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিক ও আইসিসি ক্রিকেট ইভেন্টের জন্য জন্য নতুন করে একটি কাঠামো তৈরি করবে। দলগুলো কীভাবে ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে, সেটিও নির্ধারিত থাকবে সেই কাঠামোতে। যদিও অলিম্পিকের মূলনীতির একটি হচ্ছে, যেকোনয় ক্রীড়া ইভেন্টে পুরুষ ও নারী দুই বিভাগই অংশ নেবে।
যদিও এ মুহূর্তে আফগানদের কোনয় মেয়েদের ক্রিকেট দল নেই। ২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতা নেয়ার পর দেশটির ২৫ জন নারী ক্রিকেটারের মধ্যে ২২জনই দেশ ছেড়ে চলে গিয়েছেন।
বিজ্ঞাপন