চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরনো বড় হাসপাতালগুলোকে ১ হাজার বেডের করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে দেখে স্বাস্থ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ

দেশের ৮ বিভাগের পুরনো বড় হাসপাতালগুলো ১ হাজার বেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, মেঝেতে কোনো রোগী চিকিৎসা নিক সেটা কাম্য নয়। এজন্য বরিশালে আরও অবকাঠামো তৈরি করা হবে।

মন্ত্রী বরিশালে স্বাস্থ্য বিভাগের নির্মানাধীন ২শ’ শয্যার শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শেরেবাংলা হাসপাতালে মেডিসিন ও শিশু ওয়ার্ডে শিশুরা মেঝেতে চিকিৎসা নিতে দেখে দুঃখ প্রকাশ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।