চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খুলনায় তেলের রেলের গার্ড বগি লাইনচ্যুত; সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

খুলনার দৌলতপুরে তেলের ট্রেলের গার্ড বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তেলের রেল গাড়ির পিছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে।

Bkash July

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশের ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, দৌলতপুরে বিজিবি সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। খুব শিঘ্র বিটি রেল লাইন থেকে অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হবে।

তেলের রেলগাড়িটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Labaid
BSH
Bellow Post-Green View