চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিউট্রিশন ক্লাবের পুষ্টি বিষয়ক বুট ক্যাম্প অনুষ্ঠিত

‘পুষ্টি সম্পর্কে সঠিক তথ্য জানি, অপুষ্টি দূর করি’- এই শ্লোগানে রাজধানীর আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘বুট ক্যাম্প’ করেছে নিউট্রেশন ক্লাব। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন- গেইন এর সহযোগিতায় এ আয়োজন করেছে ‘বিড ফাউন্ডেশন’।

ক্যাম্পে ছিল পুষ্টি বিষয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বির্তক প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

উন্নত দেশ গড়তে পুষ্টিসমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষক এবং চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, মাতৃগর্ভ থেকে শিশুকাল পর্যন্ত মানুষের মস্তিষ্ক বিকাশের আসল সময়। ১৩ থেকে ১৯ বছর বয়সে হয় শরীরিক গঠনে পরিপূর্ণ বৃদ্ধি ঘটে। তাই ভ্রুণ গঠনের পর থেকেই পর্যাপ্ত সুষম খাবার খাওয়ার প্রয়োজনীতার গুরুত্ব তুলে ধরা হয় ক্যাম্পে।

ক্যাম্পে বিদ্যালয়েরর অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘খাদ্য প্রক্রিয়াজাত করণে প্লাস্টিকের ব্যবহার’। সবার জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তাসহ ১০টি বিষয়ে হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সুস্থ নাগরিক ও ভবিষ্যত নেতৃত্ব হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার্থীদের সুষম খাবার গ্রহণ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

 

Labaid
BSH
Bellow Post-Green View