চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বীরকন্যা প্রীতিলতার বেশে তিশা যেমন

প্রীতিলতার আত্মহুতির দিনে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের ফার্স্ট লুক টিজার...

ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এ খবর সবারই জানা। এবার প্রকাশ্যে এলো প্রীতিলতা রূপে তিশার লুক!

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাস প্রীতিলতা’ অবলম্বনে প্রদীপ ঘোষ নির্মাণ করতে যাচ্ছেন ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি। ২৪ সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে এলো চলচ্চিত্রের ফার্স্ট লুক টিজার।

পৌনে এক মিনিটের ফার্স্ট লুক টিজারে বীরকন্যা প্রীতিলতা রূপে তিশাকেই দেখা গেছে কয়েক ঝলক। সেই সঙ্গে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনেতা মনোজ প্রামাণিককেও দেখা গেছে।

ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিলো। সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিলো চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম চার দিন স্বাধীন ছিলো।

দুইশত বছরের বৃটিশ শাসন-শোষণের ও পরাধীনতার শৃংঙ্খল মোচনে, বীর চট্টলার মাটিতে জন্ম নেয় বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। যিনি বৃটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাব সফলভাবে হামলা করেন। প্রীতিলতার আত্মাহুতির বীরচিত ঐতিহাসিক ঘটনার বিশদ বিবরণ নিয়েই এই চলচ্চিত্র। যার কিছুটা আভাস পাওয়া গেল কয়েক ঝলকে!