এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ এক মাস করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্য, শ্রম, নারী, গণমাধ্যম ও স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এগুলোর সময় বাড়ানোর তথ্য জানানো হয়। এর আগে গত ১৮ নভেম্বর এই সংস্কার কমিশনগুলো গঠিত হয়। মার্চ পর্যন্ত মেয়াদ ছিল এই কমিশনগুলোর।
গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে তারা। গত নভেম্বরে প্রথম দফায় জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ- এই ছয়টি ক্ষেত্রের সংস্কার কমিশন হয়।
দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য পাঁচটি কমিশন গঠিত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও গণমাধ্যমসংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।







