জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে মনোনয়নের আবেদনপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। এ কার্যক্রম শুরুর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বোর্ড বিভিন্নভাবে যাচাই-বাছাই করে ৪৮টি সংরক্ষিত আসনে মনোনয়ন দেবে।






