শরীয়তপুরে বেড়েই চলেছে শব্দ দূষণ

শরীয়তপুরে শব্দ দূষণ বেড়েই চলেছে। স্থান ভেদে শব্দের পরিমাপ নির্ধারণ করা থাকলেও তা মানছেন না কেউই। নিয়মনীতির তোয়াক্কা না করেই, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও মাইকিংয়ের মাধ্যমে চলছে প্রচার-প্রচারণাসহ নানা অনুষ্ঠান। যা স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে। শব্দ দূষণ রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।