নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রায়ান হ্যাস্টিংস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।। ঘরোয়া ক্লাব ক্যান্টারবেরি ক্রিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সাবেক ব্যাটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ৭ অক্টোবর মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানায়নি ক্যান্টারবেরি ক্রিকেট।
১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দশম উইকেট জুটিতে রিচার্ড কলিঞ্জকে নিয়ে ১৫১ রানের জুটি গড়েছিলেন হ্যাস্টিংস। ২০১৩ সালে পর্যন্ত টেস্টে শেষ উইকেটে এটিই ছিল বিশ্বরেকর্ড।
১৯৯৭ সালে পাকিস্তানের আজহার মেহমুদ-মুশতাক আহমেদ জুটি হ্যাস্টিংস-কলিঞ্জের রেকর্ড ছুঁয়ে ফেলেন। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৩ রানের জুটি গড়ে হ্যাস্টিংসদের পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ-অ্যাশটন অ্যাগার জুটি। এক বছর পর ভারতের বিপক্ষে শেষ উইকেটে ১৯৮ রান যোগ করে রেকর্ডটি নতুন করে লিখেন ইংল্যান্ডের জো রুট ও জেমস অ্যান্ডারসন।
৩১ টেস্টে ৫৬ বার ব্যাট করে ৩০.২০ গড়ে ১৫১০ রান আসে তার ব্যাট থেকে। ৪টি সেঞ্চুরিসহ ৭টি ফিফটিও রয়েছে তার নামের পাশে। এছাড়া জাতীয় দলের জার্সিতে ১১টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি করেন ১৫১ রান।








