আঙুলের চোটে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। ৩১ বর্ষী ব্যাটারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও জেগেছিল শঙ্কা।
সেই শঙ্কা কাটিয়ে মিলেছে সুখবর। নিউজিল্যান্ড বোর্ড জানিয়েছে, মিচেল অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।
ব্ল্যাক ক্যাপসদের হেড কোচ গ্যারি স্টেডও সোমবার জানিয়েছেন, ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফিটনেসের কারণে নাও খেলতে পারেন মিচেল। তবে টুর্নামেন্টের পরের অংশে তার খেলার সম্ভাবনা রয়েছে।
‘সুসংবাদটি হল আমরা ড্যারিল মিচেলের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাদের সঙ্গে বিশ্বকাপ সফর করবেন। ড্যারিল দেখিয়েছে দলে তার মূল্য কতখানি। আমরা মনে করি তাকে নেয়া সঠিক সিদ্ধান্ত ছিল।’







