চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এবার ‘বোধ’ নিয়ে হইচইয়ে অমিতাভ রেজা

‘ঢাকা মেট্রো’র পর এবার ‘বোধ’ নিয়ে হইচইয়ে ফিরছেন অমিতাভ রেজা চৌধুরী

ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ে ‘ঢাকা মেট্রো’ সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হয় দক্ষ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর। এরপর বিভিন্ন প্লাটফর্মে কাজ করলেও হইচইয়ের জন্য কাজ করেননি তিনি। প্রায় সাড়ে তিন বছর পর আবারও নতুন সিরিজ নিয়ে হইচইয়ে ফিরতে যাচ্ছেন ‘আয়নাবাজি’র এই নির্মাতা।

হইচইয়ের জন্য এবার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করলেন অরিজিনাল ওয়েব সিরিজ ‘বোধ’। বুধবার (২৬ অক্টোবর) এর ট্রেলার রিলিজ করা হয়েছে। ট্রেলারটিতে দেয়া ঘোষণা অনুযায়ী আগামী ৪ নভেম্বর থেকে সিরিজটি হইচই প্লাটফর্মে দেখা যাবে।

আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সুদক্ষ আইনজ্ঞ আলমগীরের নিজের বিচারবোধের প্রতি ছিল অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তার বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। এক পর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন।

ওয়েব সিরিজ বোধে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু এবং জাহিন ফারুক আমিন। চিত্র-নির্দেশনা করেছেন তুহিন তামিজুল এবং সংগীত নির্দেশনায় ছিলেন আরাফাত মহসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।

‘বোধ’ সম্পর্কে অমিতাভ রেজা বলেন, “এই সিরিজে যারা কাজ করেছেন তারা সবাই পরীক্ষিত অভিনয়শিল্পী। তারা যে শুধু দারুণ অভিনয়শিল্পী তাইই নয়, তাদের সাথে আমার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের পারফরমেন্স আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমি আশাবাদী যে বোধ সিরিজটি দর্শকদের ভাল লাগবে।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনটেন্টগুলো পশ্চিম বাংলাতেও আলোড়ন তুলেছে। পশ্চিম বাংলার দর্শকদের কাছে বাংলাদেশের সিরিজের রয়েছে আলাদা কদর।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর. খান বলেন, “গল্প নির্ভর ওয়েব কন্টেন্ট তৈরির যে ট্রেন্ড আমাদের হাত ধরে শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আমাদের এই নতুন সিরিজ। বাংলাদেশের কন্টেন্টের আলাদা একটা চাহিদা আমরা দর্শকদের মাঝে তৈরি করতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্বের জায়গা থেকেই হইচই অরিজিনাল সিরিজ ‘বোধ’ এর জন্ম। আমরা আশাবাদী অমিতাভ রেজা চৌধুরীর এই নতুন সিরিজ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে আদরণীয় হবে।”