করোনা পরবর্তীকালে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে বিনোদনের নতুন মাধ্যম ‘ওভার দ্য টপ’ (ওটিটি)। বিশেষত তরুণরা এই ওটিটির প্রতি বেশী আগ্রহী। সাম্প্রতিক সময়ে দেশে একাধিক ওটিটি প্লাটফর্ম কার্যক্রম শুরু করেছে। এবার চ্যানেল আই নিয়ে আসছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’।
বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে ঘরোয়া আয়োজনে ‘আইস্ক্রিন’ এর সাবস্ক্রিপশন পরিকল্পনা কেমন হবে, তা জানান প্লাটফর্মটির প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ।
বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে আসছে আইস্ক্রিন। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়াও সব ধরনের কন্টেন্ট খুব সহজেই চ্যানেল আইয়ের এই ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দর্শক- এমনটাই জানান রিয়াজ।
প্রিমিয়াম কন্টেন্ট দেখতেও দর্শককে খুব বেশী কঠিন পথ পাড়ি দিতে হবে না জানিয়ে তিনি বলেন, প্রিমিয়াম কন্টেন্ট দেখতে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি প্ল্যান রয়েছে বলেও হানান তিনি।

আইস্ক্রিনে তিনটি প্ল্যান- এক মাস, ছয় মাস ও এক বছরের। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা!
‘আইস্ক্রিন’ এর সাবস্ক্রিপশনে শুভ সূচনা লগ্নে চ্যানেল আই ভবনে এদিন আরও উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চ্যানেল আইয়ের সেলস ও মার্কেটিং বিভাগের ইসহারুল হক, আইস্ক্রিনের অপারেশন ম্যানেজার আসাদ ইসলাম সহ আইস্ক্রিনের সাথে জড়িতরা।
এসময় জানানো হয়, খুব শিগগির জমকালো আয়োজনে ‘আইস্ক্রিন’ এর উদ্বোধন ঘোষণা হবে। কন্টেন্ট নিয়েও থাকছে চমকপ্রদ ঘোষণা।