চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দর্শক বলছে ‘মাস্টারপিস’: প্রশংসায় ভাসছেন মেহজাবীন-তৌসিফ

তৌসিফ মাহবুব ও মেহজাবীন চৌধুরী দুজনেই ছোটপর্দার প্রতিষ্ঠিত শিল্পী। ব্যতিক্রমধর্মী সব কাজ দিয়ে তারা নিজেদের জনপ্রিয় করে তুলেছেন। সেই ধারাবাহিকতায় বলা যায়, ২০২৩ সালের শুরুটাও তৌসিফ-মেহজাবীনের দুর্দান্ত কাজ দিয়ে শুরু হলো। যে নাটকটির জন্য প্রশংসায় ভাসছেন তারা।

বছরের প্রথম দিন ভিকি জাহেদের পরিচালনায় তৌসিফ-মেহজাবীন অভিনীত ‘কাজলের দিনরাত্রি’ প্রচারিত হওয়ার পর তুমুল আলোচনা চলছে। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন জাহান সুলতানা ও ভিকি জাহেদ।

নাটকটি দেখে দর্শকরাই বলছেন, নায়কোচিত ইমেজের বাইরে তৌসিফকে এতে ‘ম্যাচিউর অভিনেতা’ হিসেবে পেয়েছেন। নির্মাতারা চাইলেই তৌসিফকে দিয়ে এমন সব চ্যালেঞ্জিং চরিত্র অনায়াসেই করাতে পারবেন।

অন্যদিকে, অভিনেত্রী হিসেবে মেহজাবীন যে অনন্য সেটা বলার অপেক্ষা রাখে না। এই অভিনেত্রী এর আগে তার একাধিক কাজে সেরার প্রমাণ দেন। দর্শকের প্রত্যাশা, তৌসিফ-মেহজাবীনের শুরুটা এমনভাবে শুরু হলো, না জানি বছরজুড়ে জনপ্রিয় এই দুই তারকা আর কী কী কাজ উপহার দেন!

‘কাজলের দিনরাত্রি’ ইউটিউবে প্রচারের তিন দিনের মধ্যে প্রায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। ফান-কমেডি ট্রেন্ডের বাইরে এমন সিরিয়াস গল্পও যে দর্শক আগ্রহ নিয়ে দেখে তার প্রমাণ দিল তৌসিফ-মেহজাবীনের এই নাটক। এটি দেখে প্রায় আড়াই হাজার মন্তব্য চোখে পড়েছে, যার সবটাই ইতিবাচক!

নাটকটিকে অধিকাংশ দর্শকই বলছেন, মাস্টারপিস! অনেকেই নাটকটি দেখতে দেখতে চোখের সামনেই বাস্তব হিসেবে পুরোটা উপভোগ করেছেন।

দর্শকদের হাজার হাজার প্রশংসা মন্তব্য ছুঁয়ে যাচ্ছে তৌসিফ মাহবুবের হৃদয়। তিনি বলেন, দর্শকদের এতো প্রশংসা পাবো ভাবতে পারিনি। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করা কঠিন। বছরের শুরুটা প্রত্যাশার চেয়ে দারুণ সুন্দর হয়েছে। পুরো টিমকে এজন্য ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা আমার দর্শকদের, যারা আমাকে ভালোবাসা দিয়ে সিক্ত করছেন; এতে করে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সামনে আরও ভালো ভালো কাজ করার।

পুরো নাটকে মেহজাবীন চৌধুরীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে এই লাক্স তারকা বলেন, বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিই। কাজগুলো দর্শক দেখার পর আমাকে যেভাবে ফিডব্যাক দেন এই ভালোবাসাটুকুই যথেষ্ঠ। সামনে আরও ভালো ভালো কাজ করতে চাই, যে কাজগুলো মানুষের মনে দাগ কাটবে।

তৌসিফ-মেহজাবীনের অভিনয়ের পাশাপাশি নির্মাতা ভিকি জাহেদও দর্শকদের বাহবা পাচ্ছেন। তার কাজ মানেই যে দর্শকদের বাড়তি উত্তেজনা সেটি আবারও প্রমাণ করলেন তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View