চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বইমেলায় ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’

এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি ও কথা সাহিত্যিক শফিক রিয়ান’র নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চতুর্থ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ।

বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন। বইমেলা পরিবেশক চর্যা প্রকাশ।

Bkash July

লেখক জানান, প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে। মেলার ৫৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।

Reneta June

নতুন বই প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় পথিকৃৎ প্রকাশন থেকে আসছে ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। আশা করি, বরাবরের মতো সবাইকে পাশে পাব।’

পথিকৃৎ প্রকাশনের কর্ণধার সোহাগ হোসেন বলেন, কবিতায় তিনি তুলে ধরেছেন প্রেম-বিরহ, সুখ-দুঃখ, প্রেয়সীর প্রতি এক অকৃত্রিম নিবেদন। তার সাথে আমার যাত্রা দীর্ঘ হোক। “নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত” ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করবে বলেই আমার বিশ্বাস।

Labaid
BSH
Bellow Post-Green View