বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। ৩০৯ রানের বিশাল ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে সবার নিচে নেমেছে। পাঁচ ম্যাচে কেবল এক জয় পেলেও সেমিতে যাওয়ার আশা ছাড়েননি ডাচ কোচ রায়ান কুক। সেজন্য অবশ্য বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড ও ভারতকে হারানোর মতো কঠিন লক্ষ্য স্থির করতে হবে ডাচদের। এমন অবস্থায়ও সেমির মঞ্চ ‘একটু দূরে’ই মনে হচ্ছে কুকের।
‘আমরা যেকোনো দলের বিপক্ষে নিজেদের সমর্থন করতে যাচ্ছি। স্পষ্টতই, আমাদের আরও চারটি ম্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করবো এবং সম্ভব হলে জয় পেতে চাই।’
‘আমরা টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম যে, সেমিফাইনালে উঠতে চাই। আমরা যেকোনো দলের বিপক্ষে কয়েকটি জয় পেতে সত্যিই ভালো প্রস্তুতি নেবো। সেটি ঘটানোর যথাসাধ্য চেষ্টা করছি।’
টুর্নামেন্ট শুরুর আগে কুক বলেছিলেন, ‘আমরা এই বিশ্বকাপে অনেক বড় আশা রাখি। সত্যিই কয়েকটি বড় পারফরম্যান্স দিতে পারবো এবং জয় আসতে পারে। সেমিফাইনালে যাওয়ার জন্য পাঁচ বা ছয়টি জয়ের জন্য যা করার, সেটাই করবো।’
বুধবার ৪০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় স্কট এডওর্য়াডসের নেদারল্যান্ডস। ইনিংসে ডাচদের ছয় ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি। শেষদিকে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার তোপে পড়েন বিক্রম-ও’ডাউডরা।
ম্যাচের পর কুকের ভাষ্য, ‘আমি মনে করি সেখানে চেঞ্জিং রুমে ছেলেরা খুব হতাশ থাকবে। ম্যাচের আগে আমরা ভালো খেলার কথা বলেছিলাম। আমরা আজকে ভালো ক্রিকেট খেলতে পারিনি। অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমাদের আরও লম্বা সময়ের জন্য আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’
ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। সাড়ে তিন শতাধিক রান ছুঁয়ে গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সুপার ওভারে। শেষে স্কটিশদের হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে খেলা। ১২ বছর পর বিশ্বআসরে খেলতে আসা কমলাবাহিনী নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমবার সাউথ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নেয়।







