
ভারতের পর এবার সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে আরেক প্রতিবেশী দেশ নেপাল। চীনের তৈরি এই অ্যাপটিকে সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে নেপাল।
বিবিসি জানিয়েছে, গতকাল (১৩ নভেম্বর) সোমবার নেপালের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা বলেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। টেলিকম কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি সমাজকে দূষিত করছে।
তবে নেপালের জোট সরকারের একটি দলের নেতা এবং নেপালি কংগ্রেসের সিনিয়র সদস্য গগন থাপা নেপাল সরকারের টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার একটি প্রয়াস। আসলে নেপালের সরকারি কর্মকর্তাদের প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া উচিত।
স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, নেপালে গত চার বছরে টিকটক সম্পর্কিত ১,৬০০টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত করা হয়েছে। দেশটিতে তৃতীয় সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্ম এটি। এই প্লাটফর্মের তথ্য চীন সরকার ব্যবহার করতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বের বিভিন্ন দেশের তদন্তের আওতায় এসেছে টিকটক।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ২০২০ সালে টিকটক ব্যান করা হয়। পাকিস্তান ২০২০ সালের অক্টোবর থেকে অন্তত চারবার অ্যাপটিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে এবং গত মাসে ইন্দোনেশিয়ায় টিকটকের অনলাইন শপিং পরিষেবা বন্ধ ছিল।
বিজ্ঞাপন