এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেবিলের তিনে থেকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে প্লে-অফ নিশ্চিত করেছিল খুলনা। নিয়ম অনুযায়ী এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠা চট্টগ্রামের। কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে নরুল হাসানের ফিফটি ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চট্টগ্রামকে হারিয়েছে খুলনা। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ রানে হারিয়েছে খুলনা। টসে হেরে আগে ব্যাটে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে তারা। জবাবে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩৯ রানে থামে চট্টগ্রাম। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে খুলনা। প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল।
খুলনার অধিনায়ক সোহান ব্যাটে দারুণ করেছেন। ৬টি চার ও দুই ছক্কায় ৩৯ বলে ৫২ রান করেন। এছাড়া এনামুল হক বিজয় ১৬ বলে ২০ রান, নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ রান, ইমরুল কায়েস ১৫ বলে ১৭ রান এবং মোহাম্মদ মিঠুন ১৫ বলে ১৭ রান করেন।
চট্টগ্রাম বোলারদের মধ্যে দারুণ করেছেন আহমেদ শরীফ ও ফাহাদ হোসেন। শরীফ ৪ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট এবং ফাহাদ ৩.৩ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন।
জবাবে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। পরে অবশ্য ইয়াসির আলি ও নাইম হাসানের ব্যাটে ভর করে জয়ের পথেই ছিল। তবে খুলনা নিয়ন্ত্রিত বোলিংয়ে জিততে ব্যর্থ হয়। ইয়াসির ২৭ বলে ৩৭ রান এবং নাইম হাসান ২৭ বলে ৩৪ রান করেন। এছাড়া শাহাদাত হোসেন ১৪ বলে ২৩ রান করেন।
খুলনার বোলারদের মধ্যে মেহেদী হাসান রানা ৪ ওভারে ১২ রান খরচায় ২ উইকেট নেন। মাসুম খান ২১ রান খরচায় নেন ২ উইকেট।







