চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ের যতো আয়োজন

বিশেষ দিন মানেই চ্যানেল আই। নজরুল জয়ন্তীতেও হচ্ছে না ব্যতিক্রম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ মে) দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। 

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে খ্যাতনামা চিত্রগ্রাহক ও নির্মাতা রফিকুল বারী চৌধুরী নির্মিত গানের বিশেষ অনুষ্ঠান ‘লেটো গানের আসর’। অংশ নিয়েছেন সাদিয়া আফরিন মল্লিক, শাহীন সামাদ এবং খিলখিল কাজী। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে নজরুল’। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

Bkash July

এছাড়া ওইদিন ২৫ মে রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান। সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে চ্যানেল আইয়ের প্রতিদিনের আয়োজন ‘গান দিয়ে শুরু’ এর বিশেষ পর্ব।

দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে ফ্রেশ-প্রিমিয়াম টি বিশেষ ‘তারকাকথন’। পরিচালনায় অনন্যা রুমা। এ পর্বে থাকবে নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং নজরুল বিশষক স্মৃতিচারণ। দুপুর ১টা ৫ মিনিট প্রচার হবে নজরুলের চলচ্চিত্র থেকে গান ‘এবং সিনেমার গান’। পরিাচলনায় এস আরমান। অনুষ্ঠানগুলো নিবেদন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

Reneta June

বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গীতালি হাসান। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। অংশ নিয়েছেন ফাতেমা-তুজ-জোহরা। রাত ৭টা ৫০ মিনিটে দেখানো প্রচার হবে ঐক্যডটকম ডটবিডি-চ্যানেল আই ‘সেরাকণ্ঠ -২০২৩‘এর বিশেষ পর্ব। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।

রাত ১০টায় প্রচার হবে ফেরদৌস আরার পরিবেশনায় একক সঙ্গীতানুষ্ঠান ‘মোর প্রিয়া হবে’। পরিচালনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।

Labaid
BSH
Bellow Post-Green View