বিপিএল চলাকালীন বিব্রতকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। বিপিএল শেষ পরের নাজমুল অর্থ কমিটির দায়িত্বে পূর্ণবহালের খবর বের হয়। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানালেন, নাজমুলকে ফেরানোর ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি।
মঙ্গলবার পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে সিসিডিএম টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বলেছেন, ‘এ ব্যাপারে এখনো লিখিত কিছু আসেনি। লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা আনুষ্ঠানিকভাবে এটা বিবেচনা করবেন না।’
যদি আনুষ্ঠানিকভাবে নাজমুলকে পদে ফেরানো হয় তাহলে ক্রিকেটারদের সঙ্গে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কি না প্রশ্নে আমজাদ বলেন, ‘যখন লিখিত আসবে। লিখিত না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত না। বোর্ড সভায় শুধু তার শোকজের জবাব নিয়ে আলোচনা হয়েছে। আমি আগের দিনই বলেছি যে তিনি (নাজমুল) যে জবাব দিয়েছেন সেটা সন্তোষজনক ছিল। এর চেয়ে বেশি আলোচনা হয়নি।’







