চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পচেত্তিনোকে পিএসজির ‘প্রথম’ শিরোপা উৎসর্গ গালতিয়েরের

মাউরিসিও পচেত্তিনো যুগের পাঠ চুকিয়ে ক্রিস্তোফ গালতিয়েরের অধীনে প্রথমবার নেমেই শিরোপা জিতেছে পিএসজি। লা প্যারিসিয়ানদের ডেরায় নিজের ‘প্রথম’ ট্রফিটি সাবেক কোচ পচেত্তিনোকে উৎসর্গ করেছেন গালতিয়ের। নেইমারের জোড়া গোলের সঙ্গে মেসি-রামোসের সাফল্যে ট্রফি দেস চ্যাম্পিয়ন্স কাপে নঁতের বিপক্ষে জয় আনে ফরাসিরা।

রোববার রাতে গালতিয়েরের পিএসজি ডাগআউটে সূচনাটা স্মরণীয়ই করেছেন মেসি-নেইমার। নঁতেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মৌসুমের প্রথম শিরোপা উঁচিয়ে ধরে পিএসজি। মেসি-নেইমারের মাঝে মাঠের বোঝাপড়া ছিল বাড়তি আকর্ষণ।

গালতিয়েরের শিষ্যত্ব গ্রহণ করে মেসি-এমবাপেরা এখনও লিগে নামেননি। কয়েকটি প্রাক-মৌসুম ম্যাচের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল এটি। ৩-৪-১-২ ফর্মেশনে খেলতে দেখা যায় পিএসজিকে। আক্রমণেও ছিল গতি। একের পর এক আক্রমণে কাঁপন ধরিয়েছে নঁতের রক্ষণে।

গোলের শুরুটা হয় লিওনেল মেসিকে দিয়ে। ম্যাচের ২২ মিনিটে দারুণ এক একক গোলে পিএসজিকে লিড এনে দেন আর্জেন্টাইন মহাতারকা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে সময় নেননি সার্জিও রামোস। গোলের নেশায় পেয়ে বসা পিএসজিকে সামলাতে হিমশিম খেতে হয়েছে নঁতের। রক্ষণে বাড়তি পাহারা বসিয়েও কাজ হয়নি। আক্রমণ ঠেকাতে গিয়ে নঁতের রক্ষণ ভুলও করেছে অনেক। সুযোগে পেনাল্টি গোলে নিজের জোড়া সাফল্য আদায় করেছেন নেইমার।

ম্যাচ শেষে সবাইকে অভিনন্দন জানিয়েছেন নেইমার, ‘সবাই অভিনন্দন পাওয়ার যোগ্য, যারা বেঞ্চ থেকে এসেছেন এবং যারা ম্যাচের সাথে জড়িত ছিলেন, সবাই এই কৃতিত্বের অংশীদার। এই জয় দুর্দান্ত। অনেকের মধ্যে আমরা প্রথম।’

প্রথমবার পিএসজির ডাগআউটে বসে শিষ্যদের খেলা উপভোগ করেছেন গালতিয়েরও। উপহার হিসেবে পেয়েছেন মৌসুমের প্রথম শিরোপার স্বাদ। তবে দলটা যে পচেত্তিনোর গড়ে রেখে যাওয়া তা ভুলে যাননি। ম্যাচ শেষে তাই পচেত্তিনোকেই শিরোপা উৎসর্গ করেছেন গালতিয়ের।

‘অবশ্যই আমি খুব খুশি, খেলোয়াড়দের জন্য, আমরা প্রাক-মৌসুমে কঠোর পরিশ্রম করেছিলাম, সেজন্য। আমরা আজ এখানে, কারণ দলটি গত মৌসুমে লিগ জিতেছে একজন ভিন্ন পরিচালকের সাথে, যিনি এই ট্রফিতে অবদান রেখেছেন। আমি এটি পচেত্তিনোকে উৎসর্গ করতে চাই। কারণ দলটি তার কারণে লিগ জিতেছিল। অবশ্যই এই ট্রফিটি প্যারিসে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা কিছু সুযোগ হারালেও দলটি যেভাবে খেলেছে তা উপভোগ করেছি।’