চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গোলামের কথায় প্রথমবার ন্যানসির ফোক গান

প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। সম্প্রতি ‌‌’হাঁসফাঁস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন।

গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু।

Bkash July

গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। শিগগিরই এটি রিলিজ করা হবে।

ন্যানসি বলেন, ‌’শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রােতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’

Reneta June

গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’

সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহের গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।’

মুরাদ নুর বলেন, ‘সুরের ক্ষেত্রে আমি আদি ফোকের টাচ রেখেছি। ফোক এবং ক্লাসিক একটা ফ্লেভার পাওয়া যাবে গানটিতে।’

Labaid
BSH
Bellow Post-Green View