চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সেলফি তুলতে গিয়ে নানা পাটেকরের চড় খেলেন ভক্ত!

এই মুহূর্তে বেনারসে চলছে নানা পাটেকরের ‘জার্নি’ ছবির শুটিং। সেখানে ধারন করা এক ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল!

ভিডিওতে দেখা গেছে এক সরু ও ব্যস্ত রাস্তায় শুটিং চলছে। শটের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা। তখনই এক ভক্ত তার কাছে এসে সেলফি তোলার চেষ্টা করেন। ভক্তের কাণ্ডে বিরক্ত হয়ে নানা পাটেকর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চড় বসিয়ে দেন। এরপর নিরাপত্তারক্ষী এসে সেই ভক্তকে সরিয়ে নেন।

Bkash

‘মি টু’ মুভমেন্টে নাম জড়ায় নানা পাটেকরের। এরপর বহুদিন বলিউডে দেখা যায়নি অভিনেতাকে। সম্প্রতি ‘ভ্যাকসিন ওয়ার’ দিয়ে ফিরেছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কে নানা পাটেকার।

ভিডিওটি দেখে অনেকেই নানা পাটেকরের সমালোচনা করেছেন। একজন বলেছেন,‘স্টারডম হারিয়ে যাওয়ায় পাগল হয়ে গিয়েছেন তিনি’। আরেকজন বলেছেন, ‘ছবিতে তাকে দেশপ্রেমিক দেখানো হয়, অথচ বাস্তবে তিনি এরকম’।

Reneta June

তবে কেউ কেউ ভক্তের আচরণের সমালোচনা করেছেন। একজন বলছেন, ‘শুটিং-এর সময় ভক্তের এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।’


সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View