এই মুহূর্তে বেনারসে চলছে নানা পাটেকরের ‘জার্নি’ ছবির শুটিং। সেখানে ধারন করা এক ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল!
ভিডিওতে দেখা গেছে এক সরু ও ব্যস্ত রাস্তায় শুটিং চলছে। শটের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা। তখনই এক ভক্ত তার কাছে এসে সেলফি তোলার চেষ্টা করেন। ভক্তের কাণ্ডে বিরক্ত হয়ে নানা পাটেকর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চড় বসিয়ে দেন। এরপর নিরাপত্তারক্ষী এসে সেই ভক্তকে সরিয়ে নেন।
‘মি টু’ মুভমেন্টে নাম জড়ায় নানা পাটেকরের। এরপর বহুদিন বলিউডে দেখা যায়নি অভিনেতাকে। সম্প্রতি ‘ভ্যাকসিন ওয়ার’ দিয়ে ফিরেছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কে নানা পাটেকার।
ভিডিওটি দেখে অনেকেই নানা পাটেকরের সমালোচনা করেছেন। একজন বলেছেন,‘স্টারডম হারিয়ে যাওয়ায় পাগল হয়ে গিয়েছেন তিনি’। আরেকজন বলেছেন, ‘ছবিতে তাকে দেশপ্রেমিক দেখানো হয়, অথচ বাস্তবে তিনি এরকম’।

তবে কেউ কেউ ভক্তের আচরণের সমালোচনা করেছেন। একজন বলছেন, ‘শুটিং-এর সময় ভক্তের এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।’
#WATCH | वाराणसी में फिल्म जर्नी की शूटिंग कर रहे नाना पाटेकर का फैन को थप्पड़ मारते हुए वीडियो वायरल हो गया। फैन नाना पाटेकर संग सेल्फी लेने पहुंचा तो अभिनेता ने गुस्से में उसके सिर पर थप्पड़ मारा। फिल्म की यूनिट के सदस्य ने लड़के की गर्दन पकड़कर भगाया। pic.twitter.com/oU2WrY2Bv1
— Hindustan (@Live_Hindustan) November 15, 2023
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন