এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওমানের বিপক্ষে নিজেরদের প্রথম ম্যাচে সুপার ওভারে জয়ের পর দ্বিতীয়টিতে স্কটল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জেং স্কোর গড়েছে নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমাসের দুর্দান্ত ফিফটিতে সম্ভব হয়েছে তা। জয়ের ধারা বজায় রাখতে স্কটিশদের ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে নামিবিয়া।
বার্বাডোজের কেনসিংটোন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ গড়ে তারা।
নামিবিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এরাসমাস। দুটি ছক্কা ও পাঁচটি চারে ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক। ২৭ বলে ২৮ রান করেন জেন গ্রিন, ১২ বলে ২০ রান করেন নিকোলাস ডেভিন। এছাড়া ডেভিড ওয়াইজ ১৩ বলে ১৪ এবং ইয়ান ফ্রেইলিংক ১৪ বলে ১২ রান করেন।
স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড হুইল তিনটি এবং ব্র্যাড কুরি দুটি উইকেট নেন।







