এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৃহস্পতিবার রাতে ব্রেইন স্ট্রোক করেছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল। শুক্রবার চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার অবস্থা স্থিতিশীল। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেয়া হচ্ছে।
শনিবার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির সুমিত। জানিয়েছেন রোববার সকালে ব্যাংকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে নাফীসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।
পোস্টে বলেছেন, ‘গতকাল থেকে শারীরিক অবস্থা ভালোর দিকে। দুপুর ৩টার দিকে এমআরআই করা হয়েছে, রিপোর্ট অনুযায়ী মাথায় মৃদু রক্তক্ষরণ হয়েছিল যা আশঙ্কা মুক্ত। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সকাল ৮:৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংকক এর উদ্দেশ্যে রওনা হবে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফীস। জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার হিসেবে কাজ করছেন। ৩৯ বছর বয়সী নাফীস খেলোয়াড়ি জীবনে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।








