চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে পদত্যাগ করছে মিয়ানমার সেনারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গত বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে নৈতিক আপত্তি, রাজনৈতিক কারণ বা মিয়ানমারের জান্তা সরকার বিরোধী বিদ্রোহীদের দ্বারা অভিভূত হয়ে পদত্যাগ করছেন হাজার হাজার মিয়ানমার সেনা সদস্য। এমনকি জেনারেলরাও পদত্যাগ করছেন অথবা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের প্রশ্ন সরকারের হয়ে ‘কেন নিজেদেরকেই হত্যা করব?’

সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দ্যা গার্ডিয়ানকে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনী থেকে পদত্যাগ করা কয়েকজন সেনা সদস্য,

হতেত মিয়াতের দুঃখ

হতেত মিয়াত নামক দেশটির দলত্যাগকারী সাবেক সেনা অধিনায়ক জানান, মিয়ানমারে এর আগে এমনটা কখনো ঘটেনি যে বিদ্রোহীরা যুদ্ধবিমান নামিয়েছে বা ট্যাঙ্কগুলো দখল করেছে। আমি দুঃখিত। (সেনা সদস্যদের দ্বারা) আমার বাবা-মায়ের বয়সী লোকদের হত্যা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি বিনা কারণে ধ্বংস করা হচ্ছে। আমি এটা দেখেছি, প্রত্যক্ষ করেছি।

তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, নৈতিক আপত্তির কারণেই দলত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিয়াত।

বিদ্রোহীদের বিরুদ্ধে ৬ দিনের লড়াইয়ের পর, বেসামরিকদের বাড়িঘর ধ্বংস করে তাদের গবাদি পশু হত্যা করে জান্তা বাহিনী।

দেশ ছেড়েছিলেন ওউনা কিয়াও

গত বছর এক বৃষ্টির রাতে মিয়ানমারের একটি সামরিক ঘাঁটি ছেড়ে চলে যান সেনা সদস্য ওউনা কিয়াও। সঙ্গে ছিলেন তার মতো আরও কয়েকজন। কারণ, কয়েক ঘণ্টার মধ্যেই তাদের এমন একটি জায়গায় পাঠানোর কথা ছিল, যেখানে দেশটির গণতন্ত্রপন্থী সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে।

এই ঘটনার পরের কয়েক মাসে জান্তা বাহিনীর আরও হাজার হাজার সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। এমন পদক্ষেপের জন্য কমপক্ষে ৭ বছরের কারাদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড দেওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ওউনা কিয়াওয়ের ভাষ্য, আমার বিশ্বাস, চলে না গেলে আমি সেখানেই মারা যেতাম।

Reneta

কিয়াওয়ের মন্তব্য থেকে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর সক্ষমতার ওপর যথেষ্ট সন্দেহে ছিলেন তিনি। আবার বিদ্রোহীদের কাছে হেরে গিয়ে প্রাণ হারানোর ভয়ও ছিলো তার।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন থান্ট জিন

গত বছর আগস্টের শেষের দিকে দেশত্যাগ করার পর সাবেক সেনা সদস্য থান্ট জিন বলেন, সাগাইং অঞ্চলে সংক্ষিপ্তভাবে মোতায়েন থাকাকালীন তিনি বেসামরিকদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছিলেন। তাকে শহুরে এলাকায় টহল দেওয়ার জন্য আনা হয়। তখন তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা পাঁচজন বেসামরিকে হত্যা করতে দেখেছেন।

৩০ বছর বয়সী দলত্যাগকারী সেনা থান্ট জিন।

 

তিনি বলেন, ওই কর্মকর্তার অভিযোগ; বেসামরিকরা বিদ্রোহী সদস্য। অথচ তাদের কাছে কোন অস্ত্র ছিল না, কোন গোলাবারুদ ছিল না। মৃত্যুর আগে তাদেরকে নিজেদের কবর খুঁড়তে বাধ্য করা হয়েছিল। পরে তাদের হাত বেঁধে গুলি করা হয়। ঘটনাটি ২০২২ সালের শেষের দিকের। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ ছিলেন।

তার কথা থেকে বোঝা যাচ্ছে, মিয়ানমারের জান্তা সরকারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে বিচারবহির্ভূত হিসেবে বিবেচনা করেই দল ছেড়েছেন থান্ট জিন।

ইয়ে মিও হেইনের বিশ্লেষণ

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের বিশ্লেষক ইয়ে মিও হেইন বলেন, চলতি মাসের শুরুর দিকে চীন সীমান্তের কাছে লুয়াক্কাই নামের একটি গুরুত্বপূর্ণ শহর জান্তাবিরোধী যোদ্ধারা দখলে নেওয়ার পর, সামরিক বাহিনীর ৬ জন ব্রিগেডিয়ার জেনারেলসহ ২ হাজার ৩৮৯ সেনা সদস্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন। পুরো এক ব্যাটালিয়ন সেনার এমন আত্মসমর্পণ এবং সবশেষ গোটা আঞ্চলিক অপারেশন কমান্ডের আত্মসমর্পণ মিয়ানমারের সামরিক বাহিনীর ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা।

মিয়ানমারের বিদ্রোহীরা রাখাইন রাজ্যে জান্তা সামরিক বাহিনীর ১টি ব্যাটালিয়ন থেকে জব্দ করা অস্ত্র নিয়ে পোজ দিচ্ছেন।

 

হেইনের হিসেবে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটির সেনাবাহিনীর কমপক্ষে ১০ হাজার সদস্য দল ত্যাগ করেছেন। গত বছর অক্টোবর থেকে শুধু মিয়ানমারের উত্তরাঞ্চলেই বিদ্রোহীদের হাতে জান্তা বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত হয়, জব্দ করা হয় অস্ত্র ও গোলাবারুদ। প্রধান কিছু শহরও দখলে নিয়ে নেয় বিদ্রোহীরা। যা দেশটির সামরিক বাহিনীর সক্ষমতাকে নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করে।

Jui  Banner Campaign
ট্যাগ: জান্তা সরকারপদত্যাগমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যার দেবীকে বন্দনা, সরস্বতীপূজা আজ

জানুয়ারি ২৩, ২০২৬

২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি

জানুয়ারি ২৩, ২০২৬

চিরন্তন নায়করাজ

জানুয়ারি ২৩, ২০২৬
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তৃতা jকরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

৭১-এ একটি রাজনৈতিক দলের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল: তারেক রহমান

জানুয়ারি ২২, ২০২৬
‘বোর্ড অব পিস’ এ স্বাক্ষর ট্রাম্পের।

‘বোর্ড অব পিস’-এ ট্রাম্পের স্বাক্ষর, সদস্যপদ পেতে লাগবে বিলিয়ন ডলার

জানুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT