টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝপথে র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। দলগতভাবে ব্যর্থ হলেও সাপ্তাহিক হালনাগাদে মোস্তাফিজ-নাসুম-শান্ত’সহ বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ছোট সংস্করণে বোলিংয়ে শীর্ষ দখলে নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ভানিডু হাসারাঙ্গা।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টির সেরা একশ ব্যাটারের তালিকায় ঢুকেছেন টাইগার ব্যাটার শান্ত। আসরে একটি মাত্র ম্যাচ খেলা নাসুম দিয়েছেন বড় লাফ।
আলাদা করে র্যাঙ্কিংয়ের ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার বিভাগের সেরা দশে খুব একটা পরিবর্তন আসেনি। পাকিস্তানের রিজওয়ানকে হটিয়ে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। বোলিংয়ে রশিদ খানকে সরিয়ে বড় পরিবর্তন এনেছেন লঙ্কান লেগি হাসারাঙ্গা। অলরাউন্ডিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৪ ধাপ এগিয়ে সেরা ১৩তে উঠে এসেছেন প্রোটিয়া অলরাউন্ডার এইডেন মার্করাম।
র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে আসা নাসুম আছেন তালিকার ২৬ নম্বরে। বাংলাদেশের বোলারদের মাঝে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ অবস্থানেও এখন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১৪ রানের বিনিময়ে এক উইকেট নেন। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ৫ ধাপ এগিয়ে বোলারদের সেরা ৩৬তম স্থানে এসেছেন মোস্তাফিজ।

ব্যাটিংয়ে সবার উপরে যাদব, দুইয়ে রিজওয়ান। প্রথমবারের মতো সেরা ১০০তে ঢোকা নাজমুল হোসেন শান্ত রয়েছেন ক্যারিয়ারসেরা ৮৭তম অবস্থানে। ভারতের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলা লিটন দাস এক ধাপ পিছিয়ে আছেন ৩১ নম্বর স্থানে। দুই ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আফিফ হোসেন।
দুই ধাপ কমে ৬৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। বোলিং র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত তার অবস্থান, আছেন ৩৩ নম্বরে। অলরাউন্ডিং তালিকার শীর্ষও ধরে রেখেছেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক।