কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে যে উদীয়মান সূর্যের প্রতীক লাল বৃত্ত দেখা যায়, প্রথম দিকে সেই লাল সূর্য ছিল না, স্বাধীনতার পর তা স্থাপন করা হয়। সম্প্রতি চ্যানেল আই এর এক অনুষ্ঠানে এসে গুণী শিল্পী মুস্তাফা মনোয়ার শুনিয়েছেন শহীদ মিনারের পেছনের লাল সূর্য বসানোর গল্প ।






