‘ফাইনাল অন্যরকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুই দলই সুযোগ পাবে, যারা কাজে লাগাতে পারবে তারাই সাফল্য পাবে। তবে আমার মনে হয় ফাইনালে আমার মেয়েরা এগিয়ে থাকবে। যেহেতু ফাইনালে উঠেছি, আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো জয়ের।’
ভুটানের বিপক্ষে ৫-০ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানি ছোটন।
শিষ্যদের ধন্যবাদ জানিয়ে বাঘিনীদের কোচ যোগ করেন, ‘আমাদের লক্ষ্য ছিল মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং ফাইনালে পৌঁছাবো। সেটাই মেয়েরা অবশেষে করতে পেরেছে।’
লিগ পর্বের খেলায় নেপালকে হারালেও তাদের সহজ প্রতিপক্ষ মানতে নারাজ ছোটন। পরিষ্কার বলে দিলেন, ‘আমাদের সাথে নেপাল ৩-১ গোলে হেরেছে। আবার শক্তিশালী ভারতকে তারা হারিয়েছে।’

একের পর এক আক্রমণ করে যাওয়া লাল-সবুজের দল ভুটানের বিপক্ষে স্কোরলাইন আরও বড় করতে পারত। ফিনিশিংয়ের অভাবে হয়নি। ছোটন নিজেও ব্যাপারটি উপলব্ধি করছেন।
‘আরও গোল হতে পারত। এদিক নিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে। ঘাটতি বলতে, সুযোগ তৈরি হচ্ছে, গোল হচ্ছে, আবার মিস হচ্ছে, তবে মেয়েরা প্রতিনিয়ত উন্নতি করছে।’