যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার পাশাপাশি যেন জয়ী হওয়ার যায়, সেভাবে গড়ে ওঠতে, নৌবাহিনীসহ দেশের সশস্ত্র বাহিনীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ততা-নেতৃত্ব ও আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে যে কোন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে হবে।