ভারতের মধ্যপ্রদেশে ‘মা শারদা মন্দির’ বিখ্যাত। আর এই মন্দিরে ১৯৮৮ সাল থেকে কাজ করে যাচ্ছেন দুই মুসলিম। তবে এবার চাকরি হারাতে যাচ্ছেন তারা।
বুধবার (১৯ এপ্রিল) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যে মুসলিম কর্মচারীরা আর মন্দিরের ব্যবস্থাপনা কমিটিতে কাজ করতে পারবেন না। রাজ্যের ধর্মীয় ট্রাস্ট এর ডেপুটি সেক্রেটারি পুষ্প কালেশ স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
মূলত, মন্দির কমিটিকে ১৭ জানুয়ারি জারি করা নির্দেশ মেনে চলতে এবং এখনও কেন তা মানা হচ্ছে না তা নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এটি বাস্তবায়ন হলে ১৯৮৮ সাল থেকে ‘মা শারদা মন্দিরে’ কর্মরত দুই মুসলিম কর্মচারী তাদের চাকরি হারাতে চলেছেন। যদিও রাজ্য সরকারের নিয়ম বলছে, ধর্মীয় ভিত্তিতে কোনও কর্মচারীকে অপসারণ করা যাবে না।
এছাড়াও মাইহারে মাংস ও মদ বিক্রি নিষিদ্ধ করার নির্দেশও ১৭ জানুয়ারি প্রকাশিত জারিতে উল্লেখ করা হয়েছিল।
দক্ষিণপন্থী বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের সমর্থকরা জানুয়ারিতে মন্ত্রী উষা সিং ঠাকুরের কাছে যাওয়ার পর উক্ত দুই আদেশ জারি করা হয়।








