
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। টুইটারের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেননি তিনি।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নাম ঘোষণা না করলেও ‘টুইটার বস’ হিসেবে যে একজন নারী আসতে চলেছেন তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, টুইটারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একজন নতুন প্রধান নির্বাহী পেয়েছেন বলে জানান ইলন মাস্ক। তবে মাস্ক নতুন প্রধান নির্বাহীর নাম না জানালেও বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এই দায়িত্ব নিতে যাচ্ছেন।
এরপর মাস্ক হবেন টুইটারের এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)। রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কেনা নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা এক টুইটে তিনি এ খবর সামনে আনেন।