চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘মুশফিক ভাইয়ের ইনিংসটা দেখার মতো ছিল’

ত্রিশ ওভারের পর ক্রিজে এসে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের ক্রিকেটে নেই। মুশফিকুর রহিম ৩৩ ওভারে ব্যাটিংয়ে নেমে নতুন ইতিহাসই গড়লেন। দ্রুততম (৬০ বলে) সেঞ্চুরির রেকর্ডে নাম লেখালেন। বাংলাদেশও পেল নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সিলেটে এত প্রাপ্তির পরও থেকে গেল জয় না পাওয়ার আক্ষেপ। বেরসিক বৃষ্টি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে দিল না। অপেক্ষায় রাখল শেষ ম্যাচ পর্যন্ত।

পরিত্যক্ত হওয়া ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। তিনিও পেতে পারতেন সেঞ্চুরি। আশা জাগিয়ে আউট হন ৭০ রানে।

ম্যাচে একটা সেঞ্চুরি হওয়ায় অতৃপ্তি কাজ করছে না লিটনের। মুশফিকের ইনিংস নিয়ে বাংলাদেশ ওপেনার বলেন, ‘অনুভূতি তো অনেক ভালো। সত্যি কথা বলতে আমি যতদিন ধরে ক্রিকেট খেলছি বাংলাদেশের কোনো খেলোয়াড়ই শেষের দিকে গিয়ে কেউ এভাবে একশ করেনি। যখন দল থেকে কেউ সেঞ্চুরি করে দেখতেও অনেক ভালো লাগে। সিনিয়ররা  যখন করে তখন তো আরও ভালো লাগে। মুশফিক ভাইয়ের ইনিংসটা দেখার মতো ছিল।

‘জয়’ ছাড়া ম্যাচ থেকে সবই পেয়েছে বাংলাদেশ। এখন সিরিজ জিততে অপেক্ষা করতে হবে আগামী ২৩ মার্চ শেষ ম্যাচ পর্যন্ত। রেকর্ড রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের পথে ব্যক্তিতগত নানা রেকর্ডে নাম লেখান টাইগার ব্যাটাররা। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক।

Labaid
BSH
Bellow Post-Green View