চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লঞ্চের ধাক্কায় তলিয়ে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজের দু’দিন পর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র মু. অবয়ব আহমেদ পূর্ণ’র ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলশ।

সন্ধ্যার আগ মুহূর্তে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে মাঝ নদীতে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে সহপাঠী ৩ বন্ধু। এসময় দু’বন্ধু তীরে উঠতে পারলেও একটি যাত্রী বোঝাই লঞ্চের ধাক্কায় পূর্ণ ডুবে যায়। গতকাল থেকে খোজাখুজির পরও সে নিখোঁজ ছিল। আজকে পূর্ণ’র ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্কুলছাত্র পূর্ণকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার অভিযোগে ইমাম হাসান নামের একটি লঞ্চ এলাকাবাসী আটক করে নৌপুলিশের জিম্মায় দিয়েছে।

নিহত পূর্ণর বাবা অপূর্ব সূচনা একজন সংস্কৃতি সংগঠক ও ব্যবসায়ী, মা নাহিদা সুলতানা শহরের ইদ্রাকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাদের একমাত্র সন্তান ছিল নিহত পূর্ণ।