এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কিং ব্যাক খ্যাত মোনেম মুন্নার ২০তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা, কিংবদন্তির মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাফুফে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার মোনেম মুন্না রক্ষণের দৃঢ়তা ও কৌশলের কারণে কিং ব্যাক নামে পরিচিতি পেয়েছিলেন। ১৯৮৭ সালে আবাহনী লিমিটেডে যোগ দেন এবং টানা ১১ বছর এ ক্লাবেই খেলেছেন। তবে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার ছিল ১৫ বছর।
নেতৃত্ব, নিষ্ঠা ও দক্ষতায় অনন্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা মুন্না মুক্তিযোদ্ধা সংসদের হয়ে প্রথমসারির খেলোয়াড়ি জীবন শুরু করেন। সেখানে দুবছর কাটানোর পর ব্রাদার্স ইউনিয়নে এক মৌসুম কাটিয়ে ঢাকা আবাহনীতে যান। এছাড়া তিনি ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গলেও খেলেছেন দাপটে।
১৯৮৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মুন্নার হাত ধরে বাংলাদেশের প্রথম শিরোপার দেখা মেলে। মিয়ানমারে হওয়া চার জাতির টাইগার ট্রফিতে জয়লাভ করে বাংলাদেশ। ১৯৯৫ সালের সাফ গেমসে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। ১৯৯৭ সালে বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচ খেলে বিদায় বলে দেন তিনি।







