চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষ ওভারে আর্শদ্বীপের ঝলক, মুম্বাইকে হারাল পাঞ্জাব

পাঞ্জাবের দেয়া দুইশতাধিক রানের লক্ষ্যে শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল ১৬ রান। সেখানেই ঝলক দেখালেন পাঞ্জাবের ফাস্ট বোলার আর্শদ্বীপ সিং। মাত্র দুই রান খরচ করে নিয়েছেন দুই উইকেট। এতে ১৩ রানের জয় তুলেছে পাঞ্জাব কিংস।

ওয়াংখেড়েতে টস জিতে পাঞ্জাবকে ব্যাটে পাঠায় মুম্বাই। ব্যাটারদের আলো ছড়ানোর দিনে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২১৪ রান পায় স্যাম কারেনের দল। জবাবে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। এ নিয়ে ৭ ম্যাচে ৪ জয়ে টেবিলের পাঁচে থাকল কিংসবাহিনী। অন্যদিকে ৬ ম্যাচে তিন হারে সাতে অবস্থান মুম্বাইয়ের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাব কিংসের। ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেট জুটি অবশ্য সেই চাপ কাটিয়ে তোলে। ৬.৪ ওভারে দলীয় ৬৫ রানে ফেরেন প্রভসিমরন সিং। ১৭ বলে ২৬ রান করে যান। ৮২ রানে পতন হয় তৃতীয় উইকেটের। লিয়াম লিভিংস্টোন হন চাওলার শিকার। ১২ বলে ১০ রান করে। একই ওভারে আরও এক উইকেট হারায় পাঞ্জাব।

এরপর হারপ্রীত সিং-কে নিয়ে ৯২ রানের জুটি গড়েন স্যাম কারেন। ১৭.৪ ওভারে দলীয় ১৭৫ রানে ফেরেন হারপ্রীত। ২৮ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। ১৯৭ রানে আর্চারের শিকার হন স্যাম কারেন। ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন কিংস অধিনায়ক। ২০৯ রানে আউট হন জিতেশ শর্মা। ৭ বলে ২৫ রান করে যান। ইনিংসের শেষ বলে রানআউট হন হারপ্রীত ব্রার। ২ বলে ৫ করে। পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২১৪ রান।

মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন ক্যামেরুন গ্রিন ও পিয়ূষ চাওলা। অর্জুন টেন্ডুলকার, আর্চার ও জেসন নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে ৮ রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। ৮৪ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। ২৭ বলে ৪৪ রান করে ফেরেন রোহিত শর্মা। মাঠের লড়াইয়ে এগিয়ে থাকা মুম্বাই তৃতীয় উইকেট হারায় ১৫.৩ ওভারে ১৫৯ রানে। ৪৩ বলে ৬৭ করে এলিসের শিকার হন গ্রিন। ১৮২ রানে ফেরেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৫৭ করেন মুম্বাই ব্যাটার। এরপর দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছান টিম ডেভিড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। সেখানে ব্যর্থ হন মুম্বাই ব্যাটাররা। আর্শদ্বীপ মাত্র দুই রান দিয়ে দুই উইকেট তুলে পাঞ্জাবকে পৌঁছান জয়ের নোঙরে। ডেভিড অপরাজিত ছিলেন ১৩ বলে ২৫ রানে।

পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন আর্শদ্বীপ সিং। একটি করে উইকেট নিয়েছেন নাথান ও এলিস।