অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টটা দারুণভাবে রাঙালেন সাউথ আফ্রিকার উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ডাবল এবং দ্বিতীয় দিনে তাকে পরিণত করেন ট্রিপল সেঞ্চুরিতে। ক্রিকেটের অভিজাত সংস্করণের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করে একাধিক রেকর্ডে নাম লেখালেন ২৭ বর্ষী প্রোটিয়া টপঅর্ডার ব্যাটার।
বুলাওয়েতে প্রথম দিনে ২৬৪ রান করেন মুল্ডার। যা টেস্টের প্রথম দিনে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডটি স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯৩০ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে ৩০৯ রান তুলে অপরাজিত ছিলেন তিনি।
দ্বিতীয় দিনে মুল্ডার নিজের নামের সঙ্গে যোগ করেন আরও ১০৩ রান। অপরাজিত ৩৬৭ রান করে বনে যান টেস্ট ইতিহাসের এক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। তার উপরে আছেন ব্রায়ান লারার ৪০০* ও ৩৭৫, ম্যাথু হেইডেনের ৩৮০, মাহেলা জয়াবর্ধনের ৩৭৪ রান।
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুল্ডার। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্রায়ান লারা ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের রেকর্ড এখনও অক্ষত। দুইয়ে জয়াবর্ধনের ৩৭৪ রান।
অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটার মুল্ডার। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে আগের সর্বোচ্চ গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে নেতৃত্বের অভিষেকে ২৩৯ রান করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা।
সাউথ আফ্রিকার হয়েও এখন টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক মুল্ডার। প্রোটিয়াদের হয়ে ট্রিপল সেঞ্চুরি আছে কেবল হাশিম আমলার। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রান করেন আমলা।
রোডেশিয়ানদের বিপক্ষে ২৯৭ বলে ৩০০ করেন মুল্ডার। যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। শীর্ষে আছেন ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ৩০০ করেছিলেন সাবেক এই ওপেনার।
১০৯.৮৮ স্ট্রাইক রেটে ৩৩৪ বলে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুল্ডার। তিনশতাধিক রান করা ব্যাটারদের মধ্যে যা স্ট্রাইক রেটের হিসেবে সর্বোচ্চ। পূর্বের রেকর্ডটি ছিলো শেবাগের ১০৪.৯৩। প্রোটিয়াদের বিপক্ষে ৩০৪ বলে ৩১৯ রান করেছিলেন তিনি।
এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডও এখন মুল্ডারের। ৪৯টি চার ও ৪ টি ছক্কা হাঁকান এই ব্যাটার। সর্বোচ্চ এক ইনিংসে বেশি বাউন্ডারির রেকর্ডটি ইংল্যান্ডের সাবেক ব্যাটার জন হগ এডরিকের। লিডসে ১৯৯৫ সালে ৩১০ রানের ইনিংসে ৫২ চার ও ৫ ছক্কা মারেন এডরিক। টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ১২ ছক্কা মারেন ওয়াসিম আকরাম।
প্রোটিয়া অধিনায়ক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল গ্রায়েম স্মিথের। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৭ রান করেন তিনি। চলমান জিম্বাবুয়ে সিরিজে হঠাৎ করেই নেতৃত্ব পেয়েই স্মিথকে ছাড়িয়ে গেলেন মুল্ডার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জেতা অধিনায়ক টেম্বা বাভুমা না থাকায় রোডেশিয়ানদের বিপক্ষে নেতৃত্ব পান কেশভ মহারাজ। প্রোটিয়া অলরাউন্ডার চোট পেলে আর্মব্যান্ড হাতে পরেন মুল্ডার।
মুল্ডারের রেকর্ডবন্যার ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। ১১৪ ওভারে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে নেমে প্রথম ইনিংসে নেমে ৪৩ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅন এড়াতে না পারায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে জিম্বাবুয়ে।







