এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবির এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়।
রোববার (২ জুন) এক প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তকারী কর্মকর্তা এডিশনাল এসপি মো. শহিদুর রহমানকে বরিশালে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে বদলি করা হয়েছে।
তিনি বলেন, এমপি আনারের মেয়ে শেরেবাংলা নগর থানায় যে মামলা করেন তাতে ঘটনাস্থল দেখানো হয়েছে মানিক মিয়া এভিনিউ এর ন্যাম ভবন। সেই হিসেবে ওই মামলার তদন্তভার পাওয়ার কথা ডিবি তেজগাঁও বিভাগের। তা না করে মামলার শুরুতেই ওই মামলাটিকে দূরের ওয়ারী ডিভিশনে তদন্ত দায়িত্ব দেয়া হয়।








