
প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতসহ ৬ দফা দাবিতে গাবতলী টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। দাবি না মেনে নেয়া পর্যন্ত ধর্মঘট কর্মসূচি চালবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারী প্রতিবন্ধীরা।
বৃহস্পতিবার (১ জুন) বেলা ১০টা থেকে তাদের এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
তাদের ৬ দফা দাবি হচ্ছে, প্রতিবন্ধী ব্যাক্তিদের বাঁধাহীন কর্মের সংস্থানের নিশ্চয়তা চাই, সম্মানের সাথে বাঁচতে চাই, হয়রানি ও চাঁদাবাজি যুক্ত কর্মের পরিবেশ চাই, নির্বাচন যুক্ত কর্মের পরিবেশ চাই, অসৌজন্যমূলক আচরণ মুক্ত কর্মের পরিবেশ চাই, প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষা আইন ২০১০ইং এর সফল বাস্তবায়ন চাই।