আগামীকাল ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় পঞ্চকবির জীবন ও সৃজনের গল্পগাঁথা নিয়ে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘রবিরশ্মি’ আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পঞ্চদ্যুতি’।
বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ খ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, গীতিকবি দ্বিজেন্দ্র লাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেন-এর সৃষ্টি নিয়ে সঙ্গীত, নৃত্যালেখ্য, আবৃত্তি ও তথ্যচিত্র নিয়ে বর্ণাঢ্য আয়োজন ‘পঞ্চদ্যুতি’ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমিতা সিনহা বলেন, হাজার বছরের বাংলা সংস্কৃতি সম্পর্কে নতুনদের জানাতে হবে। ‘পঞ্চকবি’ আমাদের সম্পদ। পঞ্চকবির জীবন দর্শনের সাথেও পরিচিত করাতে চাই পরবর্তী প্রজন্মকে। শুদ্ধ শিল্প-সংস্কৃতি চর্চা আমাদের তারুণ্যকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীত দল ‘রবিরশ্মি’-মৌলভীবাজার। নৃত্য পরিবেশনায় থাকছ নৃত্য প্রশিক্ষক ও গবেষক প্রাপ্ত প্রীতমের নির্দেশনায় আগমনী ডান্স প্রোডাকশন হাউজ। মৃদঙ্গ পরিবেশন করবেন, রনি সিংহ ও তার দল।
পঞ্চকবিরা কবিতা ও গীতিকাব্য লেখার পাশাপাশি একই সাথে ছিলেন গীতিকার, সুরকার এবং গায়ক। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে নতুন প্রজন্মের সাথে যোগসূত্র করিয়ে দিতে রবিরশ্মির সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।








