চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাশিয়ায় নির্বাসিত ইউক্রেনের শিশুদের ফিরে পাচ্ছেন মায়েরা

KSRM

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ পরিচালনা করছে রাশিয়া। এই যুদ্ধ চলাকালীন রাশিয়ায় ইউক্রেনের অসংখ্য শিশুকে নিজ দেশে নিয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এতে তাকে ইউক্রেনের শিশুদের বেআইনি ভাবে নির্বাসিত করার জন্য অভিযুক্ত করা হয়। এসব শিশুদের ফিরিয়ে আনার জন্য, তাদের অভিভাবকরা বিদ্রোহ ঘোষণা করে। এমনকি অনেকেই হাজার হাজার মাইল পেরিয়ে রাশিয়ার উদ্দেশে কঠিন যাত্রা করতে বাধ্য হয়।

Bkash July

অবশ্য রাশিয়ার পক্ষ থেকে অপহরণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়। তাদের দাবি শিশুদের নিরাপত্তার জন্যই রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে। বিশেষ করে সেইসব শিশুদের, যাদের সকলের বিশেষ শিক্ষাগত চাহিদা রয়েছে। এই শিশুদের সঠিক সংখ্যা জানা যায়নি, তবে ধারণা করা হয় দখলকৃত এলাকা থেকে প্রায় ১৯ হাজারেরও বেশি শিশুকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

অভিভাবক এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপের মুখে অবশেষে এই সব শিশুদের তাদের বাড়িতে কল করার অনুমতি দেওয়া হয় এবং এবছর এপ্রিল মাসের শুরুর দিকে ৩০ জনের বেশি নির্বাসিত শিশু তাদের মায়েদের কোলে ফিরে এসেছে বলে প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা এবং রয়টার্স। বিশ্ববাসী সেই সব মায়েদের সাধুবাদ জানাচ্ছে যারা তাদের সন্তানদের ফিরিয়ে আনতে এমন সংগ্রাম করেছেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View