চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা: রয়েছে প্রশিক্ষিত শিক্ষকের অভাব

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার সরকারি উদ্যোগ থাকার পরও তা বেশি দূর এগোচ্ছে না। প্রতি বছরই পার্বত্য জেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার বই দেওয়া হলেও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে সেগুলো পড়ানো হয় না। এর মাঝে তুলনামূলক অগ্রগতি দেখা যায় ত্রিপুরা ভাষায়।

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের চিত্র নিয়ে সোহেল রানার ভিডিওচিত্রে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ।