চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নদী পার হতে গিয়ে মা ও শিশুর মৃত্যু

নড়াইলের নবগঙ্গা নদী পার হতে গিয়ে খেয়াডুবীতে মা ও দুই বছরের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার রাত আটটার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়াঘাট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার থাকা আরো অন্তত ৪ আরোহী নিখোঁজ রয়েছে।

ঘন কুয়াশা ও শীতের কারণে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব না হওয়ায় সকালে খুলনা ও যশোরের ফায়ার সার্ভিস ডুবুরিরা উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে এখনও পর্যন্ত নৌকা এবং নিখোঁজ কাওকেই উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক। এ সময় শোকার্ত একটি পরিবারকে দাফন সুসম্পন্ন করার জন্য ২১ হাজার টাকা প্রদান করেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর নেত্বৃতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Bkash July

পুলিশ ,ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইলের কালিয়ার উপজেলার বাবুপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী নাজমা তার দাদীর মৃত্যুর খবর পেয়ে দুই বছরের ছেলে নাসিমও শ্বশুর বাড়ির আন্তীয় প্রতিবেশিসহ ১৫/১৬জন নবগঙ্গানদী পার হয়ে বাহিরডাঙ্গা বাবার বাড়ি যাচ্ছিলেন। পতিমধ্যে তারা বাহিরডাঙ্গা খেয়া পার হওয়ার সময় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীর চাপে তাদের বহনকারি ইঞ্জিনচালিত খেয়ানৌকাটি ডুবে যায়। এতে নাজমা ও তার ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়, চিৎকার শুনে নদীতীরের লোকজন ৮জনকে জীবিত উদ্ধার করতে সক্ষাম হলেও ৪/৫জন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে কালিয়া ফায়ার ষ্টেশন থেকে ফায়ার সদস্যরা ঘটনাস্থলে পৌছালেও বিরূপ আবহাওয়া ও ডুবুরি না থাকায় তাদের পক্ষে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।

Labaid
BSH
Bellow Post-Green View