এ সপ্তাহেই নিশ্চিত হয়েছে ভারত-শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় শুরু হয়েছিল যে টানাপোড়েন, শেষে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে যেতে চায়নি বিসিবি। যে ফিজকে ঘিরে এত ঘটনা ঘটে গেল, সেই তিনি সুখবর পেলেন টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে।
আইসিসি প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা একমাত্র বাংলাদেশি বোলার টাইগারদের বাঁহাতি পেস তারকা। ৩০ বর্ষী মোস্তাফিজ ছিলেন আটে, একধাপ এগিয়ে বর্তমানে ৭তে পৌঁছালেন।
এদিকে বোলারদের মধ্যে একধাপ পিছিয়ে গেছেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আগে ১৩তে ছিলেন, এখন ১৪তে। একধাপ উন্নতি করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, অবস্থান ১৭তে। বোলিংয়ে শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। দুইয়ে রশিদ খান ও তিনে ভানিডু হাসারাঙ্গা।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোন ব্যাটারের উন্নতি হয়নি। একধাপ করে পিছিয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস এবং চারধাপ পিছিয়েছেন জাকের আলী অনিক।
ব্যাটিংয়ের শীর্ষ ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট ও তিনে আরেক ভারতীয় তিলক ভার্মা।







