চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যাম্পিয়ন মোহামেডানকে অর্থ পুরস্কার দিল ‘মহাপাগল’

KSRM

দেশের ক্লাব ফুটবলে সোনালী অতীত হারিয়ে যাওয়ার হাহাকারের মাঝে যেন স্বস্তির বৃষ্টি নামিয়েছে ফেডারেশন কাপের ফাইনাল। মোহামেডান-আবাহনীর অতীত ফেরানো আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে ৮ গোলের রোমাঞ্চের পর টাইব্রেকারে গড়ায় মহারণ। শেষ হাসি হেসেছে মোহামেডান। সাদাকালো সমর্থকদের আনন্দের রেশ কাটছেই না!

ফাইনালের পরদিন বুধবার বিকেলে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে দেখা গেল চমক জাগানো এক দৃশ্য। মতিঝিল পাড়ার ক্লাবটির পাড় সমর্থকদের সংগঠন ‘মহাপাগল’ তাদের প্রাণের ক্লাবে এসে দিয়ে গেছে অর্থ পুরস্কার।

Bkash July

সংগঠনটির প্রতিষ্ঠাতা টি. ইসলাম তারেক বললেন, ‘মহাপাগলের এক প্রবাসী সদস্য ক্লাব চ্যাম্পিয়ন হলে সবাইকে এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেন। আবাহনীকে ফাইনালে হারানোর পর আমার ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠিয়ে দেন।’

মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির আরেক ভক্ত ২০ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠান বলেও জানান তারেক। পরে তিনি মহাপাগলের সদস্যদের সঙ্গী করে এসে এক লাখ ২০ হাজার টাকা হস্তান্তর করেন। এসময় ফাইনালে চার গোল করে নায়ক বনে যাওয়া তারকা সোলেমান দিয়াবাতে উপস্থিত ছিলেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View